বুধবার

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘ব্যাটেল অব মাইন্ডস’-এর চ্যাম্পিয়ন ‘পারডন আস, কামিং থ্রু’

দেশ জাগরণ ডেস্ক

যোগিতা ‌‘ব্যাটেল অব মাইন্ডস’-এর ২১তম সংস্করনের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম পারডন আস, কামিং থ্রু। প্রথম রানার্স আপ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৈরি টিম সিডসিঙ্ক। এবারের সংস্করণে ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭ শ’রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার রাজধানীর এক অভিজাত হোটেলে এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী অপর চার দলকে হারিয়ে চূড়ান্ত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে পারডন আস, কামিং থ্রু। এ বছর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দু’টি চ্যালেঞ্জ থেকে একটি বেছে নিতে বলা হয় – প্রোডাক্ট বা এআই রেভ্যুলেশন। বাংলাদেশ থেকে বিজয়ী দলটি বৈশ্বিক পর্বে ২৫টি দেশের বিজয়ী দলের সাথে প্রতিযোগিতা করবে। বৈশ্বিক পর্বের বিজয়ীরা তাদের উপস্থাপিত ধারণা বাস্তবায়নের জন্য সিড ফান্ড হিসেবে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি তরুণদের ক্ষমতায়নের রূপান্তরমূলক শক্তির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাদের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি তরুণদের বাস্তব অভিজ্ঞতা প্রদান এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখার জন্য ‘ব্যাটেল অব মাইন্ডস’-এর প্রশংসা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ