মঙ্গলবার

২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধারাবাহিক নাটক ‘অচিনপুর’

দেশ জাগরণ ডেস্ক

আগামীকাল ১ ডিসেম্বর থেকে ধারাবাহিক নাটক ‘অচিনপুর’ এর প্রচার শুরু হতে যাচ্ছে বাংলাভিশন চ্যানেলে। দেখবেন সপ্তাহের তিন দিন- প্রতি শনি, রবি, সোমবার রাত ৯টা ৪০মিনিটে প্রচার হবে বাংলাভিশনে। কায়সার আহমেদের পরিচালনায় নাটকটি রচনা করেছেন আহমেদ শাহবুদ্দিন।

অচিনপুর নাটকের টাইটেল গানটি লিখেছেন আশিক বন্ধু, গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা।

নাটকে অভিনয় করেছেন- আনিকা কবির শখ, আ.খ.ম হাসান, স্বর্ণলতা, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হক, শফিক খান দিলু, বিনয় ভদ্র, তারেক স্বপন, ওবিদ রেহান, সিলভিয়া, শাহেদ শাহরিয়ার, সঞ্চিতা দত্ত, গুলশান আরা, ম. সালাম, আশরাফ কবির, রেজমিন সেতু, হেদায়েত নান্নু, তানভীর মাসুদ, ইমরান হাসো, আমিরুল ইসলাম, টুনটুনি সোবহানসহ অনেকে।

নাটকটি প্রযোজনা করেছেন এমজেএইচ আইটি সলিউশন। অচিনপুর নাটকের নির্মাণ ও প্রচারের অনুভূতি জানিয়ে দর্শকদের উদ্দেশ্যে পরিচালক কায়সার আহমেদ বলেন, অচিনপুর” আমার পরিচালনায় আরেকটি অন্যতম প্রিয় ধারাবাহিক নাটক। এই নাটকের গল্পে দর্শকরা পাবেন হাসি, কান্না, দুঃখ, প্রেম ভালবাসা। গল্পে গল্পে প্রতি পর্বে মজার এবং সিরিয়াস বিষয় নিয়েও নাটকের চরিত্রগুলো এগিয়ে যাবে, আশা করছি দর্শকরা অচিনপুর খুব উপভোগ করবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ