বুধবার

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন চমক নিয়ে আসছেন আলিয়া ও রণবীর

একদিকে ছোট্ট রাহা আর রণবীর কাপুরকে নিয়ে তার সুখের সংসার। তিনি আবার এদিকে পেশাদার জীবনে একের পর এক চমক দিচ্ছেন। এখন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

আলিয়া এই সিনেমার জন্য ২০০ দিনের বেশি সময় দিয়েছেন। বানসালি সিনেমাটির কাজ আসছে অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চান। তবে আলিয়া ভক্তদের নতুন চমক দিতে যাচ্ছেন। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ আশ্বিন ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছেন।

তিনি নতুন চলচ্চিত্র পরিচালনা করতে প্রস্তুতি নিচ্ছেন আর সেই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। তাই এ নায়িকাকে নিয়ে চলছে আলোচনা। ছবিটি নির্মিত হবে বিগ বাজেটে। এতে থাকবে অ্যাকশন ও ইফেক্টের ছড়াছড়ি। পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে কাজ করা নিয়ে আলিয়া অত্যন্ত উচ্ছ্বসিত। ইতিমধ্যেই গল্প পড়েছেন তিনি। পছন্দও করেছেন।

জানা যায়, আলিয়ার সঙ্গে নাগ আশ্বিনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলিয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করে নতুন ছবির জন্য শিডিউল ঠিক করবেন। নভেম্বরে একটি অন্য সিনেমায় কাজের কথা আছে তার। এদিকে নাগ আশ্বিন তার সিনেমার কাজ নভেম্বর থেকেই শুরু করতে চান। কারণ তিনি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল বানাবেন। এর আগে তিনি নতুন সিনেমার সবরকম কাজ শেষ করতে চান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ