বুধবার

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেম আমার ওপর পড়লে পিষে যাই

ইন্ডাস্ট্রিতে ১০ বছর পার করেছেন চিত্রনায়িকা পরীমণি। অভিনয় দিয়ে যতটা আলোচনায় এসেছেন তার চেয়ে তিনি বেশি আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে। এই সময়ে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েও যেতে হয়েছে তাকে। তবে কখনো নিরাশ হননি। অতীত নিয়ে না ভেবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান পরীমণি।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রেম, জীবনের ঘাত-প্রতিঘাত ও সম্ভবনার গল্প শুনিয়েছেন পরীমণি।

প্রেম নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছেন পরী। তাকে দেখে যেকোনো ছেলেই দ্রুত প্রেমে পড়েন-এমন গুঞ্জনও আছে। তিনিও নাকি দ্রুত তাদের রিসিভ করেন। এ বিষয়ে পরীমণির ভাষ্য, ‘আমি প্রেমে পড়ি না, প্রেম আমার ওপর পড়ে। আমি সময় বুঝি না। প্রেম আমার ওপর পড়লে আমি একেবারে পিষে যাই।’

পরীমণির প্রেম-বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এক্ষেত্রে কি পরীমণির ব্যক্তি জীবনের ওপর তাদের কি হস্তক্ষেপ ছিল- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়টা বলা খুব মুশকিল। এখন মানুষের জীবনে অনেক অপশন থাকে। এখানে আমার কিছু বলার নেই। সবচেয়ে বড় কথা, আমি কাউকে দোষ দিতে চাই না। সব দোষ নিজের করে নিয়েছি। সবাই ভালো থাকুক।’

পূর্বের সব ঝামেলা দূরে ঠেলে এখন নিজের কাজ ও পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চান পরীমণি। সেটাও জানালেন অকপটে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ