বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া আর কোন টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিসিবিকে আয়োজন করতে দেখা যায় না। ফলে বিপিএল খেলা বাংলাদেশি ক্রিকেটারদের আরো এক বছর বসে থাকতে হয় টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। সম্প্রতি হেড কোচ হাথুরুসিংহে তাঁর এক সাক্ষাৎকারেও জানিয়েছিলেন নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দরকার। এবার সেই একই দাবি তুলেছেন তামিম ইকবাল।
বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারো মাঠে ফিরেছেন তামিম। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক টানা দুই ম্যাচে দলকে জয় এনে দিয়ে ফুর ফুরে মেজাজে রয়েছেন। আজ ক্লাবটির প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন তামিম।
প্রাইম ব্যাংকের সেই ভিডিও বার্তায় তামিম জানান, ‘যদি আপনার টি-টোয়েন্টি ফরম্যাট করতেই হয় তাহলে আপনার আলাদা একটা টুর্নামেন্ট করা উচিত। হয়তবা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে। আমরা আগেও দেখেছি এরকম হয়েছে।’