মঙ্গলবার

২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প এখন নিরাপদ নন : পুতিন

দেশ জাগরণ ডেস্ক 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ বলে প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হওয়ার পর এখন আর নিরাপদ নন বলেই মনে করেন পুতিন। কাজাখস্তানে বৃহস্পতিবার এক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারণার ঘটনাবলি দেখে তিনি বিস্মিত হয়েছেন। তাঁর কথায়, ‘ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হত্যাচেষ্টার মতো একেবারেই অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তা-ও একাধিকবার।’ তিনি বলেন, ‘আমার মতে ট্রাম্প এখন নিরাপদ নন। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহু ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান।

আশা করি, তিনি বিষয়টি বোঝেন এবং সতর্ক আছেন।’ যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচার চলার সময় গত ১৩ জুলাই পেনসিলভেনিয়ার জনসমাবেশে ট্রাম্পের ওপর প্রথম হত্যাচেষ্টা হয়। ২০ বছরের এক তরুণের গুলি থেকে অল্পের জন্য সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। তাঁর ডান কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল গুলি। এরপর গত ১৫ সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবের কাছে একটি রাইফেল নিয়ে ঝোপে লুকিয়ে ছিল আততায়ী। অবশ্য সে গুলি চালানোর আগেই তাকে ধরে ফেলে সিক্রেট সার্ভিস এজেন্টরা। তা ছাড়া সম্প্রতি অ্যারিজোনায় একজন গ্রেপ্তার হয়েছেন, যিনি ফেসবুকে ভিডিও পোস্ট করে ট্রাম্প ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে সব সময় কঠোর নিরাপত্তার মধ্যে থাকেন। যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের পরিবারের সদস্য ও সন্তানদের নিয়ে রাজনৈতিক বিরোধীদের সমালোচনা দেখে পুতিন আরও বেশি বিস্মিত হয়েছেন বলেও জানিয়েছেন। তিনি এমন আচরণকে ‘বিদ্রোহীমূলক’ আখ্যা দেন এবং বলেন, রাশিয়ায় ‘দস্যুরাও’ এ ধরনের পদ্ধতি অবলম্বন করে না।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ