মঙ্গলবার

২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাসুদুল ইসলামের কবিতা

কষ্টের হোলি খেলা

তোমার আমার দূরত্বটা
দিনকে দিন বেড়েই চলছে!
আকাশের দূরত্ব কতো মাপিনি
কিন্তু হৃদয়ের দূরত্বটা বাড়তে বাড়তে
আকাশ অবধি পৌঁছেছে আজ!

একটা সময়
প্রতিদিন তোমার অপেক্ষায় প্রহর কাটাতাম
রাতের পর রাত জেগে থাকতাম
একটু কথা বলবো বলে!
খুব ইচ্ছে করতো পাতার পর পাতা
তোমাকে লিখতে লিখতে পৃথিবীর সব
সাদা পৃষ্ঠার দফা রফা করে দেবো!

যদিও এখন আর চিঠির যুগ নেই ; থাকলে
হৃদয়ের অব্যক্ত কথার আকুতি
বুকের ভেতর জমা পাহাড়সম কষ্টের বর্ণনা
কাগজে লেপ্টে দেওয়া যেতো খুব সহজেই!
কতো অব্যক্ত আবেগ,
কতো সুললিত শব্দের বায়ান্ন ব্যবহার
চাইলেও এখন আর হবেনা হয়তো!
এখন বদলেছে প্রকৃতি
বদলে গেছে মানুষের মন!

যুগের হুজুগে আমিও হয়েছি ব্রহ্মচারী
আমারও এখন
মন সায় দেয় না আর আগের মতো!
এখন আমারও আর ভালো লাগেনা
প্রেম অপ্রেমের হোলিখেলা
আমারও আর ভালো লাগেনা
কারও জন্য অপেক্ষার অষ্টপ্রহর গোনা!

এ আমার ভাগ্যের বিড়ম্বনাই হবে হয়তো
তাই যতবার তোমাকে চেয়েছি
ততবারই ব্যর্থ হয়েছি!
অথচ তুমি চাইলে আমারই হতে পারতে
তুমি চাইলে পলাশ অথবা পদ্মফুল হতে পারতে
চাইলে দ্বাদশীর চাঁদ হতে পারতে
অথবা আমার হৃদয়ের ভাঙা বাঁশিতে
হতে পারতে সুরের মূর্ছনা।

আমার বুক থেকে চাঁদের দূরত্ব কতো
আমি জানি না
আলোর গতি কতো সেকেন্ডে কতটা পথ
অতিক্রম করে জানি না তা ও
এই বিদগ্ধ জ্ঞান ভান্ডার আমার নেই
অথবা ছিলোও না কোনো কস্মিনকালে!
কিন্তু তোমাকে আগলে রাখতে গিয়ে দেখি
আমার পাঁজরটা ভেঙে গেছে
এখানে ভালোবাসার নাম করে
নিঃশব্দে আততায়ীরা বুলেট বোমায়
ঝাঁঝড়া করে দিয়েছে আমার সুক্ষ্ম অনুভূতি;
আমাকে উপহার দিয়েছে সীমানাহীন একাকিত্ব!
তাই এখন মনে হয় তোমার আমার দূরত্বটা
হয়তো আকাশসমই হবে!

ভালোবাসি, হ্যাঁ খুব ভালোবাসি
আর তাই এই ভালোবাসি শব্দটিই
নিঃশব্দে ঘাতক হয়েছে আমার অদৃশ্য আত্মার!
আজ কেবলই পুড়ছি আর পুড়ছি
আমার পোড়া দেহটার বাহিরে কেবল
বাহারি অলংকরণ
ভেতরে তাকাও, দেখবে
এখানে এখন কেবলই ভস্ম
কেবলই কষ্টের আগুনে পোড়া ছাই!

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ