অবাধ দানের প্রতিদান
এই আমি তুমিহীন
সে তো অনেকদিন
অষ্টপ্রহর নষ্ট হলো বহুদিন
দীর্ঘ প্রতীক্ষায় বিক্ষত অনেকদিন
চৈত্রের খরায় পুড়ছে মন বিরতিহীন
মিটে নাই তাপিত পিয়াসা ভালোবাসাহীন
নিঃশর্তে দিয়েছি যে দান অফুরান অন্তহীন
অবাধ দানেও খেরো খাতা আমার শূণ্য প্রেমহীন
আশা জাগানিয়া পাখি দুটি বুকের পরে প্রাচীর তুলে হলে হ্নদয়হীন
ছলনার ছকে কাঙ্খিত প্রেম পায়ে পিষে অবশেষে হলে চরিত্রহীন
ভুল সিদ্ধান্তে জিম্মি জীবন ফাঁদে,অনায়াস রক্ত ক্ষরণ নিয়ে বেড়ালে অসংখ্য দিন
খেললে খেলা এ পরানও লয়ে তারই ফলশ্রুতিতে শেষতক কী পেলে? মৃত্যুহীন!