প্রতিটি মানুষ নির্জন দ্বীপ
ভালোবাসার দূরত্ব বাড়ছে ক্রমশ
যেন প্রতিটি মানুষ নির্জন দ্বীপ
নিঃসঙ্গতার শীতল দমকা হাওয়া
খসখসে মলিন সম্পর্ক আমাদের
দিনের পর দিন চলে যাচ্ছি দূরে।
সময় ছুটছে বুলেট ট্রেনের মতো
কারও জন্য থেমে নেই জীবন
এতো সরগরম এতো কোলাহল
অথচ দিনশেষে তুমুল হাহাকার
কই মাছের মতো কাতরায় বুকে।
মানুষের ভেতরে এতো ক্ষতরেখা
যেন ঘনীভূত হয়ে আছে নিম্নচাপ
অনেক কথা রয়েছে অগোচরে
কত আত্মচিৎকার পড়েছে চাপা
মানুষ যদি একবার সুযোগ পায়
একসাথে জোরে চিৎকার করার
পৃথিবী ধ্বংস হয়ে যাবে মুহুর্মুহু।
জীবনের সমীকরণ
মাঝে মাঝে আকাশের দিকে তাকাতে হয়
পায়ের নিচে মাটির দিকে তাকাতে হয়
কখনো ডানে-বামে তাকাতে হয় খোলা চোখে
আমরা শুধু সামনে তাকাই
ঘুরে দেখো- পিছনে আমাদের পীঠ রয়েছে
কখনো রোদ্দুরে আগুনে পুড়তে হয়
কখনো অঝোর বৃষ্টিতে ভিজতে হয়
কিছুটা সময় খালি পেয়ে হাঁটতে হয়
শুধু আলো ছায়ায় জীবন চলে না
জীবনের সমীকরণ সাদামাটা-সহজ নয়
দিনের পর দিন কখনো আবেগে চলে না
মাঝে মাঝে অঙ্ক করতে হয়
নিজের জন্য হলেও কখনো বাঁচতে হয়।
প্রশ্ন
তুমি যে হাতে হাত রাখ
সেখানে কতোটুকু বিশ্বাস আছে
তুমি যে চোখে চোখ রাখ
সেখানে কতোটুকু অন্তর্দৃষ্টি আছে
তুমি যে বুকে বুক রাখ
সেখানে কতোটুকু ভালোবাসা আছে
কতোটুকু সম্পর্ক হলে-
প্রেম হয়
কতোটুকু সম্পর্কে জড়ালে
মনের মানুষ হওয়া যায়
ছাগলগুলো
কয়েক বছর আগে নির্মিত দেয়াল
ভূমিকম্পন উপেক্ষা করে
সামান্য ঝড়ে কেঁপে ওঠল
ভিত্তিহীন দুর্বল দেয়ালের শরীর থেকে
ঝরে পড়ছে চুন রঙ
ফাটল থেকে দলবেঁধে বের হচ্ছে
কুৎসিত কালো পিপীলিকা
গোশালা থেকে রশি ছিঁড়ে
ব্যা ব্যা ডেকে বের হয়ে যাচ্ছে
ছাগলগুলো
পাশেই সোনালি ধানক্ষেত
ছাগালগুলো বোঝে না ফসলের দাম!