সোমবার

৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
spot_img

আফগানিস্তানে বোমা ফেলল পাকিস্তান, উত্তেজনা সীমান্তে

বিদেশ ডেস্ক :

বসতি এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। নিহতদের তালিকায় রয়েছে শিশু ও মহিলারা। বিমান হামলার নিন্দায় এভাবেই সরব হয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। সীমান্তে পাকিস্তানের সেনার ওপর গোলাও ছুঁড়েছে আফগানিস্তান।

পাকিস্তান দাবি করেছে সশস্ত্র উগ্রপন্থি কার্যকলাপের তথ্য ছিল বলেই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের ৭ সেনা নিহত হন হামলায়। সেই ঘটনার উল্লেখও করেছে পাকিস্তান।

তালিবান সরকার যদিও পাকিস্তানের কোনও বক্তব্যকেই মানতে রাজি হয়নি। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘‘পাকিস্তানের নিজের ভূখণ্ডে সমস্যার দায় আফগানিস্তানের ওপর চাপানো হচ্ছে।’’ হুঁশিয়ারির সুরে মুখপাত্রের বক্তব্য, ‘‘এভাবেই চলতে থাকলে পরিণাম পাকিস্তানের পক্ষে ভালো হবে না।’’

পাকিস্তানের অভিযোগ, তালিবান শাসন সরাসরি পাকিস্তানের মাটিতে তেহরিক-ই-তালিবান-পাকিস্তান বা টিটিপি’র মতো সশস্ত্র উগ্রপন্থি গোষ্ঠীকে মদত দিচ্ছে। সেনাদের নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ‘কড়া প্রতিশোধের’ হুঁশিয়ারি দেন।

আফগানিস্তানের খোস্ত ও পাকতিকায় বোমা ফেলেছে পাকিস্তান। ৫ মহিলা এবং ৩ শিশু নিহত হয়েছে বলে দাবি করছে আফগানিস্তান। তালিবান সরকার বলেছে, পাকিস্তানের বোমারু বিমান একেবারে বসতি এলাকাতেই বোমা ফেলেছে। আফগানিস্তানের সীমান্তরেখা অগ্রাহ্য করছে পাকিস্তান।

spot_img

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

spot_img