রাজধানীতে ‘আন্তঃপ্রজন্ম বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার ছায়ানট মিলনায়তনে প্রাগ্রসরের উদ্যোগে এই কর্মসূচি হয়। বৈঠকটির মূল লক্ষ্য ছিল, প্রজন্মের মধ্যে সংযোগ তৈরি, চিন্তা-ধারণার বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
বৈঠকটি ছিল নারীর ক্ষমতায়ন ও নারী আন্দোলনের গতি-প্রকৃতি নিয়ে নতুন ধারণা ও কৌশল গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।
এতে বক্তব্য রাখেন, নারী আন্দোলন কর্মী ও নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, নারী আন্দোলনের অগ্রযোদ্ধা সুলতানা বেগম, ডিয়াকোনিয়ার কান্টি ডিরেক্টর খাদিজা সুলতানা, ইউএন ওমেনের তপতী সাহা, জেন্ডার বিশ্লেষক শিফা হাফিজা, তরুণদের মধ্যে অক্সফাম থেকে খাদিজা আক্তার অন্তরা, বৈশাখী লিমিটেড থেকে মেহনাজ রহমান ও আর এম এম আর ইউর সোনালি আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন, ১২০ জনেরও বেশি মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, লেখক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ।
বৈঠকে বেইজিং+৩০-এর আলোকে ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। এতে তরুণ প্রজন্মের নেতৃত্ব ও জেষ্ঠ্য প্রজন্মের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নারী আন্দোলনের নতুন দৃষ্টিভঙ্গি ও কৌশল তৈরি করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল উপলক্ষে প্রাগ্রসর গত ২৭ নভেম্বর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও নারীর রাতের যাত্রা (প্রতিকী যাত্রা) আয়োজন করে। এতে অংশগ্রহণকারী বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও তরুণরা সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কলাবাগান, ধানমন্ডি, আসাদগেট ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিণ করেন। গত ২ ও ৩ ডিসেম্বর কমলা ভাসিনের স্মরণে ‘কমলা আড্ডা ও মেলা’, গত ৯ ডিসেম্বর রোকেয়া ডে উদযাপন হয়।