বুধবার

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শীত ও শৈত্যপ্রবাহ বাড়তে পারে

তাপমাত্রা বাড়ায় দেশে সামগ্রিকভাবে শীতের অনুভূতি কিছুটা কমেছে। কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। আগের দিন দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও শনিবার তা কমে পাঁচ জেলায় নেমে আসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবারও (১২ জানুয়ারি) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে আগামী দুই দিনে দিনের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘শনিবার সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে।

এখন তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকায় কুয়াশাও কম থাকবে। এরপর আবার দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও তা খুব উল্লেখযোগ্য কিছু না। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত শীতের অনুভূতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।’

বৃহস্পতি বা শুক্রবার দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছি না আমরা।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল দিনের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ