বুধবার

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৩৫ প্রত্যাশীদের মশাল মিছিল ও সমাবেশ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ প্রত্যাখ্যান ও অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত মুয়ীদ কমিশনের পর্যালোচনায় চাকরিতে আবেদনের বয়সসীমা (পুরুষের জন্য ৩৫ এবং নারীদের জন্য ৩৭) প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা।

শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশ পর্যন্ত মশাল মিছিল হয়।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। এ সময় আগামী ২১ ডিসেম্বর শাহবাগের প্রজন্ম চত্বরে একই দাবিতে মহাসমাবেশের ঘোষণা দেয় তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ