বুধবার

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গৃহকর্মীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সভা

গৃহকর্মীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৪ দুপুর ২টার দিকে রাজধানী বাড্ডার ব্লোসেম হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) সুনীতি প্রকল্প।

সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনীতি প্রকল্প বাড্ডা হাবের প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম।
মতবিনিময় সভার প্রেক্ষাপট, উদ্দেশ্য, নিয়োগ, আইন, এবং গৃহকর্মীদের সুরক্ষা ও নীতিমালা ২০১৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সুনীতি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আফরিন আক্তার।

ডিএসকের এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যার্টনি জেনারেল অ্যাডভোকেট তাসরিফা সুলতানা জলি।
এসময় তিনি গৃহ শ্রমিকদের অসুস্থতায় সরকারি সুবিধা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। গৃহ শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গৃহকর্মীদের অধিকার রক্ষায় তিনি পাশে থাকার আশ্বাস দেন।

গৃহকর্মী নেটওয়ার্কের কো-অর্ডিনেটর শ্রমিক নেতা আবুল হোসেন দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন বিশেষ করে নারী গৃহ শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে লড়াই করছেন।
আজকের এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নারী গৃহ শ্রমিকদের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি আমন্ত্রিত অতিথি এবং গৃহ শ্রমিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
২০২৫ সালের মধ্যে শ্রম আইনে অন্তর্ভুক্তি না করলে তিনি সকলকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ার আহ্বান জানান।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিদা পারভীন শিখা বলেন, আগে শ্রম বাজারে নারী শ্রমিক কম ছিল কিন্তু এখন এই শ্রম সেক্টরে অনেক বিশেষ করে নারী গৃহ শ্রমিক অধিকাংশ। অধিকার সম্পর্কে সচেতন না হলে আন্দোলন করা যায় না অবশ্যই নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে অধিকারের দাবিতে রাজপথে নামতে হবে। কারণ ইতিহাস সাক্ষী আন্দোলন বৃথা অধিকার আদায় হয় না।
সুনীতি প্রকল্প গৃহ শ্রমিকদের সচেতন করে তুলতে কাজ করছে । এটা শুধু প্রকল্প না এটা একটা আন্দোলন । মানবিক মূল্যবোধ তৈরি করার জন্য কাজ করছে এই প্রকল্প।
তিনি অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়ে নারী গৃহ শ্রমিকদের অধিকার আদায়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সভায় আলোচনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম। তিনি দুর্ঘটনায় শ্রমিকদের দায়িত্ব এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগের উপায়গুলো তুলে ধরেন। সংলাপে আলোচনার ফাঁকে বাসাবাড়িতে গ্যাসের সঠিক ব্যবহার এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের কর্মপরিধি তুলে ধরেন ।
এসময় ফায়ার সার্ভিসের টোল ফ্রি নম্বর ১০২ এবং ৯৯৯ নাম্বারে যোগাযোগ করার প্রক্রিয়া এবং গুরুত্ব তুলে ধরেন ।
সম্প্রতি কড়াইল বস্তিতে ঘটা অগ্নিসংযোগের ঘটনা এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়বস্তু তুলে ধরেন সৈয়দ মনির। এসময় সমাজসেবা অধিদপ্তরের শাহজাদা রওনক আলোচনা করেন।

গৃহকর্মী জাতীয় ফোরামের যুগ্ম সম্পাদক শেফালী বেগম প্রকল্পের সফলতার সুফল নিয়ে তিনি বলেন, ‘আজ আমি নিজকে গর্ব করে পরিচয় দি আমি ‘গৃহ শ্রমিক’। শ্রমিক হিসেবে সরকার স্বীকৃতি না দিলেও আমি সম্মানের সঙ্গে সবাইকে বলি আমি গৃহকর্মী । সুনীতি প্রকল্প আমাদের বিভিন্ন ট্রেনিং দিয়েছে ফলে আমরা সঠিকভাবে কাজ করতে পারি, এছাড়াও বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করায় আমরা আইন সুরক্ষা নিরাপত্তা নিয়ে অনেক কিছু জানতে পেরেছি । আমাদের এখন একটাই দাবি আমরা যেন শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত হতে পারি ।
এসময় গৃহ শ্রমিক নেত্রী কহিনুর বেগম গৃহকর্মী জাতীয় ফোরামের কার্যক্রম এবং গৃহকর্মীদের কাজের উন্নয়ন ঘটানোর জন্য সুপারিশমালা তুলে ধরেন।
এছাড়াও মহিলা পরিষদের নেত্রী, স্থানীয় প্রতিনিধি, যুব প্রতিনিধি হিসেবে রবিউল ইসলাম রবি, নিয়োগ কর্তা আয়েশা আক্তার প্রমুখ।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ২০২৪ সালের ১৯ মার্চ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গৃহকর্মী নির্যাতনের ৩৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গৃহকর্মীদের ওপর শুধু দৈহিক ও মানসিক নির্যাতনই ঘটেনি, ঘটেছে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা। গৃহকর্মী নির্যাতনের বেশির ভাগ ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে না। এতে বিচার পাচ্ছে না ভুক্তভোগী দরিদ্র অসহায় পরিবারগুলো।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে, দেশে ৫ থেকে ১৭ বছর বয়সের শ্রমজীবী শিশু রয়েছে ৩৫ লাখের মতো। তার মধ্যে ১৮ লাখ শিশু রয়েছে শিশুশ্রমে। আর ১০ লাখ ৮০ হাজার শিশু রয়েছে ঝুঁকিপূর্ণ শ্রমে। এই ঝুঁকিপূর্ণ শ্রমে রয়েছে গৃহকর্মীরা। এসব শিশুদের মধ্যে আবার কন্যা শিশুর পরিমাণ বেশি।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ