বুধবার

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গৃহকর্মী জাতীয় ও আঞ্চলিক ফোরামের সচেতনতা কর্মশালা

রাজধানীতে গৃহকর্মী জাতীয় ও আঞ্চলিক ফোরামের উদ্যোগে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ ফেব্রুয়ারি (রবিবার) গৃহকর্মী জাতীয় ও আঞ্চলিক ফোরামের উদ্যোগে সিরডাপ মিলনায়তনে এই সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এসময় গৃহকর্মী নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালার মাধ্যমে তাদের সর্বক্ষেত্রে সহায়ক কর্মপরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালাটি ডিএসকে’র সুনীতি প্রকল্পের আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারেক আজিজ, প্রকল্প সমন্বয়ক, অক্সফাম ইন বাংলাদেশ।

কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল গৃহকর্মী নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক সমর্থন বাড়ানো।

কর্মশালায় গৃহকর্মী নেতৃবৃন্দ, তাদের স্বামী, এবং পরিবারের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালার আলোচনায় গৃহকর্মী নেত্রীদের নেতৃত্বের দক্ষতা এবং পারিবারিক সহায়তা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে গৃহকর্মীদের অধিকার, সামাজিক মর্যাদা এবং পরিবারের ভিতরে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালার সূচনা বক্তব্যে তারেক আজিজ বলেন, গৃহকর্মী নেতৃবৃন্দ সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে তাদের ভূমিকা আরও কার্যকরভাবে পালন করতে পারবে যদি তাদের পরিবার এবং সমাজের সমর্থন বাড়ানো যায়।

কর্মশালায় অংশগ্রহণকারী গৃহকর্মী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মশালার মাধ্যমে তারা আরও শক্তিশালী হতে পারবেন এবং তাদের কাজের পরিবেশ উন্নত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সুনীতি প্রকল্পের গৃহকর্মী ও তাদের স্বামী, অক্সফাম ইন বাংলাদেশের  প্রতিনিধিবৃন্দ, ডিএসকে প্রতিনিধিবৃন্দ, কর্মজীবি নারী প্রতিনিধিবৃন্দ এবং ইউসেপ বাংলাদেশের প্রতিনিধি ।

কর্মশালার সমাপনী বক্তব্য ফারহানা আক্তার এবং রাজশ্রী গায়েন সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একযোগে কাজ করার জন্য উৎসাহিত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ