রাজধানী ঢাকার বায়ুমান বর্তমানে মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ২৫০ অতিক্রম করায় ঢাকার বায়ুর অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থা নির্দেশ করছে। এমন অবস্থায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে সংবেদনশীল ব্যক্তিদের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বাইরে বের হতে হলে মাস্ক পরার আহ্বান করা হয়েছে। পাশাপাশি বায়ুমান সম্পর্কে আপডেট পেতে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট নিয়মিত দেখার অনুরোধ করা হয়েছে।
বায়ুদূষণ কমাতে সরকার ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন উল্লেখ করে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-
কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা।
নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা।
নির্মাণসামগ্রী ঢেকে রাখা এবং পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেয়া।
নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো।
পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় চালানো থেকে বিরত থাকা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তবে সবার সম্মিলিত ভূমিকা ছাড়া এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। এজন্য নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও জনগণকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।