গৃহকর্মীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৫ দুপুর ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে ডিনেট কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), সুনীতি প্রকল্প সহযোগিতায় গৃহকর্মী আঞ্চলিক ফোরামের আয়োজনে এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, নিয়োগকর্তা, গৃহকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনীতি প্রকল্প মোহাম্মদপুর হাবের প্রকল্প কর্মকর্তা শংকর চন্দ্র অধিকারী।
মতবিনিময় সভার প্রেক্ষাপট, উদ্দেশ্য, নিয়োগ , আইন, এবং গৃহকর্মীদের সুরক্ষা ও নীতিমালা ২০১৫ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সুনীতি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আফরিন আক্তার ।
তিনি গৃহকর্মীদের সুরক্ষা ও অধিকার, সামাজিক মর্যাদায় কথা তুলে ধরেন ।
ডিএসকের এই মতবিনিময় সভায় অতিথি হিসেবে আলোচনা করেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী শিল্পী সাহা, মোহাম্মদপুর থানা নারী ও শিশু ডেস্ক এর ইনচার্জ মমতাজ, মহিলা ও শিশু অধিদপ্তরের অধিদপ্তরের নার্গিস সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের মোহাম্মদ সজীব, সমবায় অধিদপ্তরের মোহাম্মদ শফি উদ্দিন, শ্রমিক নেতা আবুল হোসেন, শিক্ষক নূর ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর এমডি ফকর উদ্দিন, যুব উন্নয়ন অফিসার দেওয়ান ফাতেমা, ওয়াল্ড ভিশনের রহিমা খাতুন, আশার আলো সোসাইটির আব্দুর রহমান, সাংবাদিক তওহিদ হোসেন নয়ন, গৃহকর্মী মর্জিনা, গৃহকর্মী রুমা, রুবিনা আক্তার প্রমুখ ।
এসময় অ্যাডভোকেট শিল্পী সাহা গৃহ শ্রমিকদের অসুস্থতায় সরকারি সুবিধা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন । গৃহ শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । গৃহকর্মীদের অধিকার রক্ষায় তিনি পাশে থাকার আশ্বাস দেন ।
শ্রমিক নেতা আবুল হোসেন দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন বিশেষ করে নারী গৃহ শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে লড়াই করছেন ।
শ্রমিক কে শ্রমিক হিসেবে স্বীকৃতি পাওয়া নাগরিক অধিকার । প্রতিটি মানুষ শ্রমিক ।
প্রকল্পের সঙ্গে জড়িতরা জানান, সুনীতি প্রকল্প গৃহ শ্রমিকদের সচেতন করে তুলতে কাজ করছে । এটা শুধু প্রকল্প না এটা একটা আন্দোলন । মানবিক মূল্যবোধ তৈরি করার জন্য কাজ করছে এই প্রকল্প ।
মোহাম্মদপুর থানার ইনচার্জ অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়ে নারী গৃহ শ্রমিকদের অধিকার আদায়ে সকল প্রকার আইনী সহায়তা দেওয়ার কথা বলেন ।
৯৯৯ নিয়ে আলোচনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাস্টার এমডি ফকর উদ্দিন । তিনি দুর্ঘটনায় শ্রমিকদের দায়িত্ব এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগের উপায়গুলো তুলে ধরেন ।
তিনি সংলাপে আলোচনার ফাঁকে বাসাবাড়িতে গ্যাসের সঠিক ব্যবহার এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের কর্মপরিধি তুলে ধরেন ।
এসময় ফায়ার সার্ভিসের টোল ফ্রি নম্বর ১০২ এবং ৯৯৯ নাম্বারে যোগাযোগ করার প্রক্রিয়া এবং গুরুত্ব তুলে ধরেন ।
গৃহকর্মী জাতীয় ফোরামের সদস্যরা প্রকল্পের সফলতার সুফল নিয়ে গৃহশ্রমিকরা বলেন, ‘আজ আমি নিজকে গর্ব করে পরিচয় দি আমি গৃহ শ্রমিক । শ্রমিক হিসেবে সরকার স্বীকৃতি না দিলেও আমি সম্মানের সঙ্গে সবাইকে বলি আমি গৃহকর্মী । সুনীতি প্রকল্প আমাদের বিভিন্ন ট্রেনিং দিয়েছে ফলে আমরা সঠিকভাবে কাজ করতে পারি, এছাড়াও বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করায় আমরা আইন সুরক্ষা নিরাপত্তা নিয়ে অনেক কিছু জানতে পেরেছি । আমাদের এখন একটাই দাবি আমরা যেন শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত হতে পারি ।
এসময় গৃহ শ্রমিক মজিনা সুলতানা গৃহকর্মী জাতীয় ফোরামের কার্যক্রম এবং গৃহকর্মীদের কাজের উন্নয়ন ঘটানোর জন্য সুপারিশমালা তুলে ধরেন ।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর গৃহকর্মী আঞ্চলিক ফোরামের সভাপতি হুমায়ারা বেগম ।
অন্য গৃহকর্মীরা তাদের বক্তব্যে নিয়োগপত্র, স্বীকৃতি এবং সরকারি সুবিধা পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন ।এছাড়াও সংলাপে আমন্ত্রিত ছিলেন মোহাম্মদপুর অঞ্চলের কর্মরত গৃহকর্মীরা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, নাগরিক সমাজের জনগণ ও নিয়োগকর্তা ।