দেশ জাগরণ ডেস্ক
রাজশাহী শহরে বাড়ছে ধূলিকণা। গত তিন বছরে বাতাসে ধূলিকণা বেড়েছে প্রায় ৬৪ শতাংশ। ফলে নির্মল বায়ুর শহর হিসেবে পরিচিত রাজশাহীর বায়ুদূষণ দিন দিন বাড়ছে। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
রাজশাহীর বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শনিবার (৩০ নভেম্বর) নগরের পাঁচটি স্থানে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণার পরিমাণ নির্ণয় করা হয়। সংস্থাটি সকাল থেকে দুপুর পর্যন্ত এ পরীক্ষা চালায়। পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফলাফল জানানো হয়।
সংগঠনটির দেওয়া তথ্যমতে, রাজশাহী নগরীর ২০২২ সালের ৫ মার্চ পরিমাপ করা হয় বাতাসের ধূলিকণার মাত্রা। ওই সময় দেখা যায়, পার্টিকুলেট ম্যাটার (পিএম) ২ দশমিক ৫ এবং পার্টিকুলেট ম্যাটার ১০ পাওয়া যায় তালাইমারী মোড়ে যথাক্রমে ৭৬ এবং ৮৫ মাইক্রোগ্রাম রেলগেট এলাকায় ৭৩ ও ৮৪ মাইক্রোগ্রাম, বিসিক মঠ পুকুর এলাকায় ৫৬ ও ৬৮ মাইক্রোগ্রাম, লক্ষ্মীপুর এলাকায় ৭১ ও ৮০ মাইক্রোগ্রাম এবং সাহেব বাজার এলাকায় ৫৫ ও ৬৬ মাইক্রোগ্রাম পাওয়া যায়।
২০২৩ সালের ১১ নভেম্বর সংগঠনটি আবারো বাতাসের বায়ুদূষণের মাত্র নির্ণয়ে সেই ৫ স্থানে পরিমাপ করে। এসময় দেখা যায়, পার্টিকুলেট ম্যাটার (পিএম) ২ দশমিক ৫ এবং পার্টিকুলেট ম্যাটার ১০ পাওয়া যায় তালাইমারী মোড়ে যথাক্রমে ৯৭ এবং ২৪৬ মাইক্রোগ্রাম/ঘনমিটার, রেলগেট পাওয়া যায় ৯৩ ও ২৩১ মাইক্রোগ্রাম/ঘনমিটার, বিসিক মঠ পুকুর ৭৬ ও ২২২ মাইক্রোগ্রাম/ঘনমিটার, লক্ষ্মীপুর ৯৪ ও ২২৯ মাইক্রোগ্রাম/ঘনমিটার এবং সাহেব বাজার ৮৮ ও ২২৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার।