মঙ্গলবার

২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয় দিয়ে শুরু বিদেশি ছাড়া আবাহনীর

দেশ জাগরণ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার কোনো বিদেশি ফুটবলার ছাড়া দল গড়েছে আবাহনী। সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন দলটি শনিবার ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু করেছে জয় দিয়ে। নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে তারা হারিয়েছে ২-০ গোলে।
দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ৫৯ মিনিটে ওশির গোলে লিড নেয় পুরনো ঢাকার দলটি। ৬৭ মিনিটে তাজ ও ৬৯ মিনিটে ফেলিক্স গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জ।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে স্থানীয়দের নিয়ে গড়া আবাহনীকে ৭০ মিনিট পর্যন্ত আটকে রেখেও শেষ রক্ষা হয়নি ইয়ংমেন্সের। ৭১ মিনিটে এনামুল গাজী ও ইনজুরি সময়ে পেনাল্টি থেকে জাফর ইকবাল গোল করবে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে কোনো ট্রফি না পাওয়া আকাশি-নীলরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ