বুধবার

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। দল থেকেও তিনি ছিটকে গেছেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিবিসি। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল। তবে বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম।

আর পিতৃত্বজনিত কারণে উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মোস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে।

এদিকে, ওয়ানডে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১২ ডিসেম্বর। পরবর্তীতে দুই দল ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর কিংস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ