বুধবার

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আক্রমণাত্মক আচরণ করে শাস্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার। এই দুইজনের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

জ্যামাইকায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাহমুদুল হাসান জয়কে আউট করেন জেইডেন সিলস। প্রথম ওভারে তাকে আউট করার পর আক্রমণাত্মক ভঙ্গিতে বাংলাদেশের সাজঘরের দিকে তাকিয়ে উদযাপন করেন এই পেসার।

অন-ফিল্ড আম্পায়ারের নিষেধাজ্ঞার পরও বাংলাদেশের ব্যাটারদের দিকে আক্রমণাত্মক আচরণ করেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান সিনক্লেয়ার। সেই ধারাবাহিকতা বজায় থাকে সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জুটির সময়ও। এসব ঘটনাকে আমলে নিয়ে সিলস ও সিনক্লেয়ারের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছে আইসিসি।

‘আক্রমণাত্মক ও ক্রিকেটীয় চেতনার সঙ্গে সাংঘর্ষিক আচরণের’ দায়ে জরিমানার সঙ্গে তাদেরকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। গেল ২৪ মাসে এই প্রথম আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেলেন তারা।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সাপোর্ট স্টাফ-সম্পর্কিত আচরণবিধির ২.২০ ধারা ভেঙেছেন সিলস। একই আচরণবিধির ২.২৪ নম্বর ধারা ভেঙেছেন সিনক্লেয়ার। দুজনই নিজেদের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ