মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে এক মানবিক উদ্যোগ লক্ষ্য করা গেছে। শ্রেণিকক্ষে শিক্ষকের টেবিলের পাশে রাখা একটি কাগজের বাক্সে লেখা ছিল, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসি।’ ওই বাক্সে শিক্ষার্থীর মধ্যে কেউ ৫ টাকা, কেউ ১০ টাকা, কেউ ২০ টাকা, এমনকি কেউ ১০০ টাকা পর্যন্ত জমা রাখে।
ওই উদ্যোগে অংশগ্রহণ করতে শিক্ষার্থীরা তাদের খাতা-কলম, জ্যামিতি বক্স কেনার টাকা কিংবা সারা মাসের টিফিনের জমানো অর্থ তুলে এনেছে। তাদের লক্ষ্য ছিল সিলেট অঞ্চলের বন্যাকবলিত মানুষের সহায়তায় সাহায্য করা। গত শুক্রবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই জমানো টাকা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেনের কাছে প্রায় ১০ হাজার টাকা হস্তান্তর করা হয়। বিদ্যালয়ের শিক্ষক পংকজ পালের সমন্বয়ে পুরো কার্যক্রমটি পরিচালিত হয়।
শুধু তরা রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়েই নয়, উপজেলার অন্যান্য স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও একইভাবে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছে। তাদের মধ্যে বিশেষ করে সুমাইয়া, অংকিত, ছোঁয়া, সজনী, বর্ষা ও লামিয়া উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তারা বলেন, ‘বন্যার্ত ভাইবোনরা অনেক কষ্টে আছেন। তাদের সাহায্য করতে পেরে আমরা খুশি।’
শিক্ষক পংকজ পাল বলেন, ‘আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা মানবিক দেশ গঠনে অবশ্যই স্বপ্ন দেখাবে।’