রবিবার

২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

টিআইবির ফেলোশিপ পেলেন সাইফুল মাসুম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৪ পেয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুম। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে সাইফুল মাসুমসহ তিনজন সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ বিজয়ী অন্য দুজন হলেন- মোহনা টেলিভিশনের মনিরুল ইসলাম ও সমকালের হাসান হিমালয়।

কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত মৎস্য অধিদপ্তরের সাত হাজার একর চিংড়ি ঘের নিয়ে ‘বন খেল সরকার, চিংড়ি বারোভূতে’ শিরোনামে প্রতিবেদনের জন্য টিআইবির এই ফেলোশিপ পেয়েছেন মাসুম। এতে চিংড়ি চাষের নামে চকরিয়া সুন্দরবন উজাড়ের তথ্য ওঠে আসে।

প্রতিবেদনে জানানো হয়, সরকারি পৃষ্ঠপোষকতায় বন উজাড় করে ইজারা দেওয়া হয় সরকারি আমলা ও রাজনৈতিক প্রভাবশালীদের। ইজারাদাররা কেউ চিংড়ি চাষ না করে নীতিমালা ভেঙে ঘেরগুলো অন্যদের কাছে সাবলিজ দিয়ে অর্থ আয় করছেন। ঘের ঘিরে গড়ে উঠেছে সন্ত্রাসী চক্র। সব সরকারের আমলে ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে সন্ত্রাসীরা সেখানে ‘যা খুশি তাই’ করে চলেছে। আর এসব অপকর্মের দোসর হয়ে ফায়দা লুটছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।

সাইফুল মাসুমের জন্ম নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণ চরচেঙ্গা গ্রামে। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ও একই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাঠ সম্পন্ন করেন।

গণমাধ্যমে বিট ভিত্তিক সাংবাদিকতায় বিভিন্ন সময় তিনি সেবাখাত, কৃষি, পরিবেশ, অভিবাসন ও অ্যাভিয়েশন নিয়ে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে সাইফুল মাসুম আইইডির আদিবাসীবিষয়ক সাংবাদিক সম্মাননা-২০১৯, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেছেন।

বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, সমকালের প্রধান প্রতিবেদক মশিউর রহমান, মফস্বল সম্পাদক মনির হোসেন, মোহনা টিভির সিইও ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনার উপদেষ্টা অধ্যাপক ডা. সুমাইয়া খায়ের, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি মানিক, শাহনাজ মুন্নী, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ