রবিবার

২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৪ সালে দেশে আগুনে প্রাণ হারিয়েছেন ১৪০ জন

২০২৪ সালে সারাদেশে মোট ২৬,৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব আগুনে প্রাণ হারিয়েছেন ১৪০ জন, আহত হয়েছেন আরও ৩৪১ জন। আগুন নেভাতে গিয়ে মারা গেছেন ফায়ার সার্ভিসের দুই সদস্য, আহত হয়েছে সংস্থার ৩৭ জন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৈদ্যুতিক গোলযোগে, ৯,০৬৯টি (৩৩.৯৮%)। সংখ্যার বিচারে এরপরেই রয়েছে বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। এমন আগুনের সংখ্যা ৪,১৩৯টি, যা মোট ঘটনার ১৫.৫২%।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ